মহানবীর অবমাননার প্রতিবাদে চরফ্যাশনের বাংলাবাজারে বিক্ষোভ মিছিল 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৬ ২০২০, ১৮:১২

মোবাশ্বের আলম, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: চরফ্যাশনে দুলারহাট থানা বাংলাবাজার এলাকায় স্থানীয় মসজিদ ও কওমি মাদ্রাসা কমিটির উদ্যোগে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রান্সের প্রেসিডেন্ড ইমানুয়েল ম্যাকরো যদি দ্রুত বিশ্ব মুসলিমদের কাছে ক্ষমা না চায় তাহলে বৃহৎ আন্দোলনের হুসিয়ারী দেন স্থানীয় আলেম সমাজ।

শুক্রবার (৬ই নভেম্বর) জুমার নামাজের পরে দুলারহাট থানার বাংলাবাজারে স্থানীয় বিভিন্ন মসজিদের মুসল্লী, জনসাধারণ ও মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মিছিল নিয়ে বের হয়।

এসময় মিছিলটি বাজার প্রদক্ষিন শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের পৃষ্টপোষকতায় ইসলামকে কোনঠাসা করতে বারবার মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে ধর্মীয়ভাবে ইসলামকে ছোট করার ষড়যন্ত্র করা হচ্ছে। আজ বিশ্ব মুসলিম জনতা একতাবদ্ধ হয়েছে।

এসময় হাজার হাজার মুসলিম জনসাধারণ ফ্রান্সের পণ্য বয়কট করতে স্লোগান দেন।