মহানবীর অবমাননার প্রতিবাদে ১৪ নভেম্বর সিলেটে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৫ ২০২০, ২১:১৯

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননার প্রতিবাদে আগামী ১৪ নভেম্বর (শনিবার) হেফাজতে ইসলাম সিলেট জেলার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে এক যৌথ ব্রিফিংয়ে এ কর্মসূচী ঘোষণা করেন জেলা হেফাজতের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী ও সাধারণ সম্পাদক শায়খ জিয়া উদ্দীন।

প্রতিবাদ সমাবেশ সফলের লক্ষ্যে আগামী ৯ নভেম্বর সোমবার বেলা ১২টা সিলেটের সোবহানীঘাটস্থ এদারা ভবনে এক পরামর্শ সভার আহ্বান করা হয়েছে। এতে সিলেটের নেতৃস্থানীয় আলেমদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।