মহানগর খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৫ ২০২০, ১৯:১০

আলহাজ সৈয়দ আতাউর রহমান রহ. ছিলেন ইসলামের একজন নিবেদিত প্রাণ সৈনিক: প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ


খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ বলেছেন- আলহাজ সৈয়দ আতাউর রহমান ছিলেন ইসলামের একজন নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ সৈনিক। তিনি তার জীবনের দীর্ঘ সময় ইসলামী আন্দোলনের কাজে ব্যয় করছেন। তিনি যুগ শ্রেষ্ঠ আলেম, বুজুর্গ ও ইসলামী চিন্তাবিদদের সাহচর্য গ্রহণ করে বাতিলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি সিলেট শহরের একজন বিশ্বস্ত মুরব্বি ছিলেন, খেলাফত প্রতিষ্ঠার জন্য তার চেষ্টা ও সাধনা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ইউনাইটেড সেন্টারে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে “আলহাজ সৈয়দ আতাউর রহমান (রহঃ) জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ এ.এ তাওসীফ, কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য সৈয়দ মুহিবুর রহমান, সিলেট সরকারি ল কলেজ প্রিন্সিপাল এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা খলীলুর রহমান, জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, সিলেট বিভাগীয় সহকারী ইনচার্জ মাওলানা আইয়ুব আলী, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, নাইওর পুল জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা নাজমুদ্দিন কাসেমী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, মরহুম আতাউর রহমানের বড় ছেলে কবি ও গবেষক সৈয়দ মবনু।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, জেলা সহ সভাপতি মাওলানা শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, মহানগর সহ সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মহানগর খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক ডা. ফয়জুল হক, সাইফুর রহমান খোকন, জেলা শাখার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, মহানগরী প্রচার সম্পাদক মাওলানা ওলীউর রহমান, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্ঞ্জিনিয়ার শাহজাহন কবীর ডালিম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুক আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাসুদ আহমদ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও নুরুল ইসলাম চৌধুরী, ছাত্র মজিলসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আফজাল হোসাইন কামিল, মহানগর খেলাফত মজলিসের সহ প্রচার সম্পাদক তাওফিকুল ইসলাম সাব্বির এবং আব্বাস উদ্দিন জালালী প্রমুখ।

মাহফিলে আলহাজ সৈয়দ আতাউর রহমান রহ.-এর জীবন ও কর্মের উপর মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে প্রকাশিত “শোকগাথা” শীর্ষক সমারকের মোড়ক উনমোচন করা হয়।

আলোচনা সভা শেষে মরহুম আলহাজ আতাউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।