মসজিদে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি!

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২০ ২০২০, ০১:২৩

মোঃ রেজওয়ান উল্লাহ, কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের শংকরপুর শাহী জামে মসজিদে ১৯(মার্চ) বৃহস্পতিবার জোহরের নামাজের পরপরই দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে বলে জানা যায়।

জোহরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার পরে অজ্ঞাতরা মসজিদের প্রধান গেটের তালা, ক্যাশ বাক্সের তালা ও দানবাক্সের তালা ভেঙ্গে প্রায় ১৫ হাজারের মত টাকা চুরি করে নিয়ে যায় বলে জানায় মসজিদ কর্তৃপক্ষ।

এলাকাবাসী শংকরপুর শাহী মসজিদের খতিব ও ক্যাশিয়ার মাষ্টার শওকাত আলীর সাথে কথা বলে জানা জোহরের নামাজের পরে ২০ – ৩০ মিনিটের মধ্য এ চুরি সংগঠিত হয়।

শংকরপুর গ্রামের মোতালেব মল্যা বলেন, আমি জোহরের জামাতে নামাজের পর নামাজ পড়তে এসে দেখি মসজিদের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে এর আগেও অনেক বার টাকা চুরি হয়েছে, কিন্তু মসজিদ কমিটি তত গুরুত্ব না দেওয়ায় আজ এত বড় চুরি সংগঠিত হলো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মসজিদ কমিটি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।