মসজিদে ছবিযুক্ত ছাত্রলীগের ব্যানার: সোশ্যাল মিডিয়ায় বির্তকের ঝড়

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৮ ২০১৯, ০৭:০৪

গতকাল ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সারাদেশেই এই দিবসটি নানান আয়োজনের মাধ্যমে পালিত হয়।

তবে এই দিবসটি পালনে ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগের একটি ব্যানারকে কেন্দ্র করে ফেইসবুকে সমালোচনার ঝড় বইছে ৷

ইতিমধ্যে ফেসবুকে একটি ছবি ঘুরপাক খাচ্ছে, যে ছবিটিতে দেখা যায় একটি মসজিদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী কলেজে ছাত্রলীগের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। সেই ব্যানারের একপাশে বঙ্গবন্ধুর ছবি রয়েছে।

এ নিয়ে ফেসবুকে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। দেখা যাচ্ছে নানান রকম মন্তব্য, মাহিউদ্দিন নামের একজন লিখেছেন-
“আলেম নামের লোকটি থাকা অবস্থায় কিভাবে ছবিযুক্ত ব্যানার মসজিদে লাগায় মূর্খ লোকেরা?”

ফরহাদ নামে এক ব্যক্তি লিখেছেন- “কিয়ামত সন্নিকটে যার ফলে মসজিদ আল্লাহর ঘরকেও রাজনীতির সাথে জড়ানো হয়েছে।”

অনেকেই বলছেন- “এভাবে মসজিদে ছবিসহ ব্যানার টানানো কতটুকু শরিয়ত সম্মত তা ভাবা দরকার ৷ এতে করে বঙ্গবন্ধুর মত একজন জাতীয় নেতাকে সমালোচনার পাত্র বানানো হলো, এ ছাড়া আর কিছু না।”