মসজিদের মাইকে ‘কল্লা কাটা’ বলে গুজব ছড়ানোর দায়ে আটক ১
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৬ ২০১৯, ১৮:১১
ফেঞ্চুগঞ্জে মসজিদের মাইকে ‘কল্লা কাটা’ এসেছে বলে গুজব ছড়ানোয় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার গোয়ালাঘাট গ্রামের মৃত ওয়াসির আলীর পুত্র মোঃ ফারুক(৬৪)।
বৃহস্পতিবার রাত ৯ টায় গোয়ালাঘাট নয়াটিলা জামে মসজিদের মাইকে এলাকায় ‘কলা কাটা’ এসেছে বলে গুজব ছড়ানোয় তাকে আটক করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মসজিদের মাইক থেকে ‘এলাকায় কলা কাটা এসেছে , সবাই এগিয়ে আসুন’ এ ধরনের গুজব ছড়িয়েছিল। কলা কাটার সত্যতা না পাওয়ায় গুজব ছড়ানোর দায়ে তাকে আটক করা হয়।



