মশার কয়েল থেকে আগুনে দগ্ধ হলেন একই পরিবারের ৯ জন।

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৯ ২০১৮, ০৫:২৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে আগুন লেগে ঘরের একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছে। বুধবার (১৯ ডিসেম্বর) ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় জাকির মিয়া নামক এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, নারায়ণ(৪০), রমিত(১৪), শাওন(১০), অর্চন(২৮),অর্পিতা(১০), শ্রীনাথ(৩৫),অনামিকা(১৫), সুম্মিতা(২৭) ও হরিদাস(৫৫)।
প্রতিবেশীরা জানান, রাতে ঘুমানোর সময় মশার কয়েল জ্বালিয়ে রেখেছিল। আর কয়েলের আগুন তাদের কাপড়ে ও আসবাবপত্রে লেগে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় পরিবারের সকলে ঘুমিয়ে ছিল। কিন্তু আগুন লাগার পর তারা চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঢামেকের নিরাপত্তা বিভাগের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে দুইজন কিছুটা বেশি পুড়েছে। তাদের ৯ জনকেই চিকিৎসা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।