ময়মনসিংহ বিভাগে করোনায় নতুন আক্রান্ত ১৬
একুশে জার্নাল
এপ্রিল ২০ ২০২০, ২০:২৩
আবির আবরার: আজ ময়মনসিংহ মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগে দুই স্লটে সর্বমোট ১৮৮ টি স্যাম্পল এর পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১৬ টি স্যাম্পল পজিটিভ এসেছে।
বিভাগটির জেলা ও উপজেলা ভিত্তিক করোনা ভাইরাস শনাক্ত রোগীর পরিসংখ্যান নিম্নরূপ-
শেরপুরের ৭ জন। সদরে ৩ জন, ঝিনাইগাতি ৩ জন, নকলা ১ জন।
নেত্রকোনায় ৫ জন। আটপাড়া ২ জন, কলমাকান্দা ১ জন, কেন্দুয়া ১ জন, মদন ১ জন।
ময়মনসিংহে ৩ জন। গফরগাঁও ১ জন, ত্রিশাল ১ জন, সদরে ১ জন।
জামালপুর ১ জন। তিনি মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।