ময়মনসিংহে ভবনে বিস্ফোরণ, নিহত ১জন, আহত ৩
একুশে জার্নাল
মার্চ ২৫ ২০১৮, ০৫:৩০
ময়মনসিংহের ভালুকার মাষ্টারবাড়ি এলাকায় শনিবার দিবাগত রাত দেড়’টার দিকে একটি ছয়তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।
হতাহতরা সবাই খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী।
মাষ্টারবাড়ি ইসকয়ার ইন্ডাষ্ট্রিজে তারা ইন্টার্ন করতে ১০ দিন আগে এই ছয় তলা ভবনের তয় তলায় ভাড়া নেয় তারা।
ঢাকা থেকে বোমা ডিস্পোজাল টিমের সদস্যরা ভালুকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
নুরুল ইসলাম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি ঘটতে পারে। তবে ঢাকা থেকে বোমা ডিস্পোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে না পৌঁছা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।
একমাস আগে ভবনটি উদ্বোধন করা হয়। ভবনের ৪৪টি ফ্লাটের মধ্যে ৫ টি ফ্লাটে লোকজন উঠেছিল।
টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে ভবনটি একেবারেই নতুন। ভবনটির নাম আর এস টাওয়ার।