ময়মনসিংহে ইত্তেফাকুল উলামার সীরাতুন্নবী সা. সম্মেলন বন্ধ করে দিয়েছে পুলিশ
একুশে জার্নাল
অক্টোবর ১২ ২০১৯, ২০:৪৬
আবির আবরার: ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর গৌরিপুর থানার ভাংনামারী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ‘সীরাতুন্নবী সা. সম্মেলন’ বন্ধ করে দিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেল পাঁচটা থেকে সিরাতুন্নবী সা. মাহফিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলনের প্রস্তুতি চলাকালীন পুলিশ এসে সম্মেলন বন্ধ করে দেয়।
পুলিশকে এ বিষয়ে প্রশ্ন করলে তারা জানান, ময়মনসিংহের এসপির নির্দেশ আমাদের কিছু করার নেই।
এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মানুষ ক্ষোভ প্রদর্শন করেন। খবর সংক্রান্ত পোস্ট কমেন্টে অধিকাংশ মন্তব্যেই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর কথা ব্যক্ত করেছেন মন্তব্যকারীগণ।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল মুফতি আমির ইবনে আহমাদ এ বিষয়ে লিখেছেন,
সারা দেশে বত্রিশ হাজার পূজামন্ডপ চলতে পারে একটি সীরাত মাহফিল হতে পারে না। দেশে এসব হচ্ছেটা কী!
বিশিষ্ট বক্তা মাওলানা নুরুজ্জামান নোমানী মন্তব্য করেছেন- নিন্দা জানাই।
‘আশরাফুল উলুম থানভী নগর’ নামের আইডি থেকে বলা হয়- কেন চলবে সীরত সম্মেলন? এই সীরাত এর নামে আপনারা আবরার ফরহাদ এর কথা বলবেন এবং আমাদের ক্যাসিনো কেলেঙ্কারির কথা বলবেন তাই বন্ধ করলাম।
সাজ্জাদ শরীফ লিখেছেন- তবুও কিছু বলার সময় আসেনি। কিচ্ছু করার নাই ফতোয়া দিয়ে তোমরা হাতে চুড়ি পরে বসে থাকো বাবা!