মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৩ ২০১৮, ১২:৩১

মন্ত্রিসভার শেষ বৈঠক ছিল আজ। এ কারণে মন্ত্রিসভা থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত সবার উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমাদের বর্তমান সরকারের আমলে আর মন্ত্রিসভার বৈঠক হবে না।

সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে একথা বলে বিদায় নেন তিনি।

শেখ হাসিনা বলেন, আজ আমাদের মন্ত্রিসভার শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না। আগামীতে জনগণ যাকে ভোট দেবে অর্থাৎ জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন।

‘পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।’

বৈঠকে অংশ নেয়া একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে দুপুরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।