মনোনয়ন পত্র কিনলেন জামায়াত সেক্রেটারি ডা. শফিকুর রহমান

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৩ ২০১৮, ২১:২২

মাহবুব হুসাইন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) সংসদীয় আসনে ভোটের প্রস্ততি নিচ্ছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। তার পক্ষে গতকাল মনোনয়ন পত্র ক্রয় করা হয়েছে। জামায়াতের তরফে জানানো হয়েছে- নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে তার মনোনয়ন পত্র ক্রয় করা হয়েছে।

নিবন্ধন না থাকায় জামায়াতের ওই নেতা কোন প্রতীকে নির্বাচন করবেন তা নিশ্চিত না হওয়া গেলেও জোটগতভাবে তিনি যে মনোনয়নের চেষ্টায় রয়েছেন সেটি জানানো হয়েছে। সিলেটে জন্ম নেয়া ডা. শফিকুর রহমান ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত এবং রাজনৈতিক জীবনে তিনি অনেকটাই বিতর্কমুক্ত। তাছাড়া দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সক্রিয় রয়েছেন দীর্ঘ সময় ধরে। জামায়াতের তরফে জানানো হয়েছে- ১৯৮২ সালে ছাত্রাবস্থায় শফিককে কারাবরণ করতে হয়েছে। এই সরকারের আমলেও তিনি বারবার হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন।

ডা. শফিক ১৯৭৩ সালে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। কিন্তু পরে তিনি (১৯৭৭ সালে) ছাত্রশিবিরে যোগ দেন। ১৯৮৪ সাল থেকে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে রয়েছেন। দলের মজলিশে শূরা, কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্য হয়ে তিনি সহকারী সেক্রেটারি জেনারেল, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং ২০১৬ সাল থেকে সেক্রেটারী জেনারেল হিসাবে দায়িত্ব পালন করছেন। শফিক সিলেটের মুসলিম সাহিত্য সংসদ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)-এর আজীবন সদস্য এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য।