মনকিচর মাদ্রাসায় হামলার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে: বাঁশখালী ওলামা পরিষদ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৯ ২০২০, ১২:৩২

জসিম উদ্দীন মিছবাহ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী মনকিচর এমদাদুল উলুম মাদ্রাসার ছাত্র শিক্ষক ও মাদ্রাসায় গত বৃহঃবার থেকে কয়েক দফা সন্ত্রাসা হামলা হয়েছে। এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীরা মাদ্রাসা এলাকায় এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। যার দরুণ মনকিচর মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা এক আতঙ্কের মধ্যে দিন পার করছে।

এখনো পর্যন্ত বাঁশখালী প্রশাসন কোন ব্যবস্থা নেননি।

এই পরিস্থিতি দেশবাসীকে জানাতে আজ মাদ্রাসার পরিচালক প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা আবু বকর সাহেব ফেসবুক লাইভে আংশগ্রহনের সিদ্ধান্ত ছিল। কিন্তু বাঁশখালী থানার ওসি সাহেবের অনুরুধে তা স্থগিত করা হয়। এ বিষয়ে গতকাল “বাঁশখালী ওলামা পরিষদ” এর এক জরুরী সভা অনুষ্টিত হয়, সভায় ওলামায়ে কেরামগণ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

সভা থেকে বাঁশখালীর প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় আগামী ১০ সেপ্টেম্বর-২০ রোজ বৃহঃবার বিকেল ২টায় বাঁশখালী উপজেলা চত্বরে বিক্ষোভ ও গণমিছিল এর কর্মসূচি ঘোষনা করা হয়।