“মধ্যবিত্ত ও দরিদ্রদের কুরবানির গোস্ত বিতরণ করে ঈদ আনন্দ ভাগ করে নেয়া মানবিক দায়িত্ব”
একুশে জার্নাল
জুলাই ৩১ ২০২০, ১৯:০৩
মধ্যবিত্ত ও দরিদ্রদের কুরবানির গোস্ত বিতরণ করে ঈদ আনন্দ ভাগ করে নেয়া মানবিক দায়িত্ব
—জুমার বয়ানে মুফতি সুলতান মহিউদ্দিন
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দিন জুমার বয়ানে বলেছেন, করোনা মহামারি ও বন্যার কারনে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা হুমকির সম্মুখীন। দীর্ঘদিন করোনা মহামারির কারনে সাধারন মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দরিদ্রসহ মধ্যবিত্ত পরিবারগুলোও অতি কষ্টে দিনাতিপাত করছে। কুরবানী এবং ঈদ আনন্দ থেকে তারা বঞ্চিত। এ অবস্থায় সামর্থ্যবানদের উচিত মধ্যবিত্ত, অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে কুরবানির গোস্ত বিতরন ও আর্থিক সহযোগিতা করে ঈদ আনন্দ ভাগ করে নেয়া। তাদের সাহায্যে এগিয়ে আসা আমাদের সকলের ঈমানী ও মানবিক দায়িত্ব। তিনি কুরবানির গোস্ত ও আর্থ বিতরন করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশের সকল বিত্তবানদের প্রতি আহবান জানান। আজ কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদ জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।