মদ খেয়ে ইভটিজিং : আমেরিকায় প্রবাসী নারীর থাপ্পড় খেলেন অভিনেতা স্বাধীন খসরু
একুশে জার্নাল
অক্টোবর ০৫ ২০১৯, ১৭:০৫
একুশে জার্নাল ডেস্ক: নিউইয়র্কে মদ পান করে আফিয়া চৌধুরী নামের এক বাংলাদেশি তরুণীকে লাঞ্ছিত করেছেন জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। ৩ অক্টোবর রাত ১০টা ১৫ মিনিটে জ্যাকসন হাইটসের পাশে রুজভেল্ট অ্যাভিনিউয়ে অবস্থিত রুমান্টিকা নামের একটি স্পেনিস বারের সামনে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, বার থেকে মদ পান করে বাহিরে দাঁড়িয়ে ধূমপান করছিলেন স্বাধীন খসরু ও তার এক বন্ধু। এমন সময় আফিয়া নামে বাংলাদেশি নারী তার সামনে দিয়ে যাচ্ছিলেন। স্বাধীন খসরু ওই নারীকে দেখে বাজে মন্তব্য করতে শুরু করেন। এক পর্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে আফিয়া স্বাধীনের গালে চড় মারেন।
এ বিষয়ে জানতে চাইলে আফিয়া চৌধুরী বলেন,‘আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। তখন খসরু আমাকে বলে “আপনি হট অ্যান্ড সেক্সি”এই কথাটি শুনে জায়গায় দাঁড়িয়ে গেলাম। আপনি কী বলেন এসব? তার উত্তরে স্বাধীন খসরু বলেন, এই বাদলা দিনে আপনি আমাদের সঙ্গে থাকলে ভালো হত। কথাটি শুনে আমি মাথা ঠিক রাখতে পারিনি। তার গালে চড় বসিয়ে দিয়েছি।’
তিনি বলেন,‘চড় খেয়ে তিনি চিৎকার করতে থাকেন। এমন সময় আরও কয়েকজন বাঙালি এবং গার্ড এসে তাকে ওই এলাকা থেকে বের করে দেয়। আমার বাবার বয়সী একজন অভিনেতার এমন নোংরা আচরণে আমি স্তম্ভিত। আমি তার নামে মামলা করব।’
স্বাধীন খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বলছিলাম আপনি খুব সুন্দর। এজন্য আমার গায়ে হাত তুলবে সেটা কল্পনাও করতে পারিনি। নিউইয়র্কের বাঙালিরা যে এখনো সভ্য হতে পারেনি এই ঘটনা না ঘটলে বুঝতে পারতাম না। গায়ে হাত তোলার কারণে আমি পুলিশ ডাকতে চাইছিলাম। কাল নিউইয়র্ক থেকে চলে যাব তাই ঝামেলা বাড়ালাম না।’