মদিনা একাডেমির কুরআন কোর্স সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৮ ২০২০, ১৫:৫৯

আদদাওয়াহ ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান মদিনা একাডেমি আয়োজিত পাঁচদিনের ফ্রী কোরআন বিশুদ্ধকরণ কোর্স সফলভাবে সমাপ্ত হয়েছে।

সর্বসাধারণকে কুরআন শেখানো এবং ব্যাপকভাবে বিশুদ্ধ তেলাওয়াত প্রসারের লক্ষ্যে এই উদ্যোগটি গৃহিত হয় বলে জানান একাডেমির প্রধান শায়েখ মহিউদ্দীন ফারুকী ।

তিনি বলেন, কুরআন বিশুদ্ধকরণ প্রকল্পটি মূলত মদিনা একাডেমির একটি অনন্য খেদমত। এই ধারা সবসময় চলমান থাকবে ইনশাআল্লাহ। মদিনা একাডেমির কুরআন বিষয়ক এই কোর্সে বিভিন্ন জেলা থেকে অনেক দ্বীনি ভাই অংশগ্রহণ করেছেন। তারা একাডেমির এই আয়োজনে অনেক খুশী হয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।