মতিগঞ্জ রাজ্জাকিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ
একুশে জার্নাল
ডিসেম্বর ১৫ ২০১৮, ০৯:৪৫
এহসান বিন মুজাহির:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মতিগঞ্জে ১২১ জন শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২টায় মতিগঞ্জ রাজ্জাকিয়া দারুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মতিগঞ্জ রাজ্জাকিয়া দারুল উলুম মাদরাসার হিফজখানা ও হজরত ফাতেমা (রা.) এতিমখানার গরিব ফান্ডের অর্থায়নে ১২১জন গরীব শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা হয়।মতিগঞ্জ মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ ও ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এবং মাওলানা কুদরত উল্লাহ শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা এমএ রহিম নোমানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, আনন্দ টিভি ও দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল আহমদ পাপ্পু, শাহী ফার্মেসির সত্তাধিকারী শামছুদ্দেহা আবু বকর, ৬ নং আশিদ্রোন ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ লিটন মিয়া, ৬ নং আশিদ্রোন ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুস শহীদ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিরণি বিতরণ করা হয়।