মডেল প্রেসক্লাবের কমিটি গঠন; আখতার সভাপতি, সম্পাদক রাজাবাবু
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১২ ২০২১, ২০:৪১

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: আজ ১২ ডিসেম্বর দুপুর ১২টায় উপস্থিত সদস্যের সম্মতিতে আগামী দুই বছরের জন্য (২০২২-২০২৩) মেয়াদে মডেল প্রেসক্লাবের ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি ও সম্পাদকসহ ৯ সম্পাদকমণ্ডলী কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছে।
উল্লেখ্য গত ১০ ডিসেম্বর ২০২১ মডেল প্রেসক্লাবে দুপুরের মধ্যাহ্নভোজের পর বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে, সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি, দৈনিক গণকণ্ঠ ও মর্নিং গ্লোরি’র জেলা প্রতিনিধি মোঃ আখতারুজ্জামান কে অন্তবর্তীকালীন সভাপতি নির্বাচিত করা হয় এবং পরবর্তীতে তাকে সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটি গঠনের ক্ষমতা প্রদাণ করা হয়।
নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে মোঃ আখতারুজ্জামান, দৈনিক গণকণ্ঠ, সহ-সভাপতি মোঃ জমশেদ আলী, দৈনিক সকালের সময়, সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু দৈনিক কালবেলা ও একুশে জার্নাল., যুগ্ম সম্পাদক মোঃ আল আমিন এশিয়ান টিভি, সাংগঠনিক সম্পাদক মোঃ আলেক উদ্দীন দেওয়ান, দৈনিক উপচার, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ সফিকুল ইসলাম দৈনিক অগ্রসর, অর্থ সম্পাদক নূরে আলম সিদ্দীকী মাসুম সাপ্তাহিক সামাল, দপ্তর ও ক্রীড়া সম্পাদক মোঃ শহীদ হোসেন, দৈনিক মাতৃভূমির খবর কার্যনির্বাহী সদস্য মোঃ নাসিরুল ইসলাম দৈনিক তৃতীয় মাত্রা।
প্রেসক্লাবের সাথে জড়িত সাংবাদিকগণ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের পাশাপাশি সম্ভাবনার সংবাদ পরিবেশন ও প্রকাশ করে আসছে। অতীতের ন্যায় মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকল সদস্যদেরকে সাথে নিয়ে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করবে বলে জানান নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।