মঙলবার বিটিভি’তে প্রচার হবে কলরব নাশিদ অনুষ্ঠান
একুশে জার্নাল
এপ্রিল ২৯ ২০১৮, ১৫:২৫
শে জার্নাল বিনোদন:
আগামীকাল মঙলবার বিকেলে বিটিভি’তে প্রচার হবে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিবেশনায় শবে বরাত উপলক্ষে নাশিদ অনুষ্ঠান।
জনপ্রিয় নাশিদশিল্পী, গীতিকার ও সুরকার আহমদ আব্দুল্লাহ’র লেখা পবিত্র শবে বরাতের গান ‘এলো শবে বরাত’ও থাকছে।
পবিত্র শবে বরাত উপলক্ষে শিশুদের জন্য বিটিভির
বিশেষ আয়োজনে ইসলামি সংগীতটি পরিবেশনা করবে জাতীয় সাংস্কৃতিক সংগঠন’কলরব’।
উল্লেখ্য,বিটিভির এই অনুষ্টানে গান থাকবে দুটি। সালাত আর শবেবরাত। ‘কলরব’ প্রতিবারের মতো রমজান উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে গান করে থাকে