মগবাজারে দৈনিক মানব জমিন প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ৩০ ২০১৮, ১৬:১৫
রাজধানীর মগবাজারে দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিবেদক কাফি কামালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৩০ ডিসেম্বর) সকালে মগবাজার বিটিসিএল (টিএন্ডটি) স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
হামলার সময় তিনি তার মোবাইল ফোনে ছবি তুলছিলেন। এ সময় হামলাকারীরা তার আই ফোন ছিনিয়ে নেয় এবং তাকে মারতে মারতে টিএন্ডটি কলোনির মধ্যে নিয়ে গেলে দৈনিক জাগরণের একজন সাংবাদিক তাকে রক্ষা করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় কাফি কামালকে উদ্ধার করে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কপাল ও মাথায় চারটি সেলাই করা হয়েছে। চিকিৎসক কাফি কামালকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন।