মক্কা জমিয়তের উদ্যোগে রামাযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
মে ২৫ ২০১৯, ০৬:৫২
ইমরান আহমাদ, মক্কা থেকে
অদ্য ১৯ রামাযান পবিত্র মক্কা মুকাররামার হিজরা রোডস্থ হোটেল রিহাব আল-বুস্তানে জমিয়তে উলামায়ে ইসলাম মক্কা মহানগরী শাখার উদ্যোগে রামাযানের তাৎপর্য শীর্ষক অালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিল সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান অাহমদ। কালামে পাক থেকে তেলাওয়াত করেন শাখার সদস্য মাওলানা ফয়সল অাহমদ যাকওয়ান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত মুফাসসিরে কুরঅান মাওলানা জুনায়েদ আল-হাবিব।
উপস্থিত ছিলেন মক্কা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমাদ ও মাওলানা এনামুল হক। প্রচার সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন। অর্থ সম্পাদক মনোহর আলি।
অতিথি মেহমান হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
মক্কা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুহুল অামিন,
বিএনপি নেতা বেলাল আহমদ,
বাংলাদেশ জামায়াতে ইসলামির মক্কা শাখার অর্থ সম্পাদক নুর মুহাম্মদ বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সাইদুর রহমান, অাব্দুল গফফার, মাওলানা আবদুল আজিজ ও মাওলানা হযরত অালি সহ মক্কা জমিয়তের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন:
“পবিত্র রামাযান মাস মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির জন্য বিশেষ এক উপহার। মুসলমানদের ন্যায় অন্যান্য জাতির জন্যও আল্লাহ রোযাকে ফরজ করেছিলেন; কিন্তু পার্থক্য হচ্ছে মুসলমানদের মতো অন্যান্য জাতিকে রামাযান মাস দেননি। কুরআন নুযুলের এমাসে প্রতিটি ইবাদাতকে মহান আল্লাহ সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে দেন।”
সভার শেষ পর্যায়ে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা জুনায়েদ আল হাবিব।