মক্কায় ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
একুশে জার্নাল
ডিসেম্বর ১৭ ২০১৮, ১৪:৪২
সৌদি আরবের মক্কায় কর্মরত অবস্থায় তিনতলা থেকে পড়ে নুরুল আজিম নামে বাংলাদেশির মৃত্যু হয়েছে। জানা গেছে, ১৬ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দেশটির ওয়াদি জলিল নামক স্থানে কর্মরত অবস্থায় ছাদ থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করেন তিনি।
নিহত নুরুল আজিমের বাড়ি কক্সবাজার বাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালা কাটা গ্রামে। সৌদি আরব পুলিশ দুর্ঘটনার তাৎক্ষণিক খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মক্কার স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে ময়নাতদন্ত শেষে বর্তমানে নুরুল আজিমের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।