মকসুদপুরে করোনা প্রতিরোধে তরুণদের প্রশংসনীয় উদ্যোগ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৮ ২০২০, ১৮:৪২

গোপালগঞ্জের মকসুদপুরে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে গ্রামের সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একদল তরুণ মাস্ক এবং হাত ধোয়ার সাবান বিনামুল্যে বিতরণ করেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণরা এ কার্যক্রম পরিচালনা করে। এ প্রচার অভিযানে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সজীব বৈদ্যে। এ সময় এই প্রতিবেদকের মাধ্যমে তিনি স্থানীয় বিত্তশালীদের এই কঠিন সময়ে শ্রমজীবি মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান এবং করোনার ভয়াবহতা থেকে বাচঁতে সচেতন হওয়ার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, এলাকার দিন মজুর মানুষ যারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অবগত না,এই প্রচার অভিযানের মাধ্যমে আমরা তাদের সচেতন করার চেষ্টা করেছি এবং আমাদের সাধ্য অনুযায়ী মাস্ক, জীবনুনাশক সাবান সরাবরাহ করেছি। সকলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে,আমরা করোণার ভয়াবহতা কমিয়ে আনতে পারব বলে আশা রাখছি।