ভ্রাতৃত্বের আহ্বান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৮ ২০১৯, ১২:৪৫

ফখরুল ইসলাম

একটি জাতি, একটি ধর্ম
একটি আল-কোরআন
এক আল্লাহ্, এক মুহাম্মদ
সবার জানের জান ।
আরব থেকে ত্রিভূবনে
ছড়ানো ফুলের ঘ্রাণ
সেই ঘ্রাণেতে মাতাল হল
বিশ্বের সকল প্রাণ ।
মূর্তি পূজার বিদায় হল
শিরক হল দূর ,
আল্লাহ্ আকবর ধ্বনি দিয়ে
শুরু হল ভোর ।
এই অর্জন করে বর্জন
দ্বন্দ্ব কেন কর?
ভাইয়ে ভাইয়ে তর্ক করে
আত্নসম্মান হারাও?
একটু বিবেক দিয়ে দেখ
কী হচ্ছে লাভ?
ঈমানদারের দোহাই দিয়ে
করছো আরো পাপ ।
নূর-মাটিতে পড়ে আছো
আমলেই যে খরা,
এক নিমেষে সময় গিয়ে
একদিন পড়বে মরা ।
তর্কটাকে বিদায় দিয়ে
নিজের আমল ধর,
কোনটা সঠিক, কোনটা ভুল!!
কুরআন-হাদীস পড় ।
মুসলিম ভাইদের ভালবাস
আকীদা দূরে থাক,
ভালবেসে দোয়া কর
হেদায়ত যেন পাক ।
জাহিলিয়াতের এই যুগে
বড্ড গন্ডগোল,
ইমুশনাল বাঙালিদের
পদে পদে ভুল ।
ওরে বোকা এই সংসারে
কেউ নেই পুরো খাঁটি,
কাফিরা এখন মুসলিমের
ভিতর করছে শক্তঘাঁটি ।
সময় থাকতে এক হয়ে যাও
সামনে মহা প্রলয়,
ইসলাম নিয়ে লিখতে এখন
জঙ্গিবাদের ভয় ।
তবু আমি আশাবাদী
হবে মোদের জয়,
মোহম্মদী আদর্শ হোক
দাজ্জালের সামনে অভয় ।