ভোলা বোরহানউদ্দিনে ইউপি সচিবসহ ৪ জনের করোনা শনাক্ত
একুশে জার্নাল ডটকম
জুন ১২ ২০২০, ২১:৫৬

এবি হান্নান, ভোলা জেলা প্রতিনিধি;
ভোলা বোরহানউদ্দিনে হাসাননগর ইউনিয়ন সচিবসহ নতুন করে আরোও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় একদিনে সর্বোচ নতুন এই ৪ ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই তথ্য নিশ্চিত করেন।
গত ৫ জুন বোরহানউদ্দিন হাসপাতাল হতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
আক্রান্ত এক ব্যক্তি বোরহানউদ্দিন পৌরসভার সাত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। সে উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত। এছাড়া ৫৫ বছর বয়সী পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আরেক আক্রান্ত রোগী তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত। ৫০ বছর বয়সী গঙ্গাপুর ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের জয়া গ্রামের বাসিন্দা অন্য করোনা রোগী স্থানীয় জয়ার হাট বাজারে সারের ব্যবসায়ী। এছাড়া চতুর্থ রোগী পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডের ডাইভারশন রোডের বাসিন্দা হাসান নগর ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক।
ওই সকল করোনা রোগীদের বাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ীগুলো লকডাউন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা শনাক্ত হওয়া বাড়ীগুলো লকডাউন করে দেয়া হয়েছে।