ভোলা ট্রাজেডির প্রতিবাদে খেলাফত মজলিস- চট্টগ্রাম মহানগরীর বিক্ষোভ সমাবেশ
একুশে জার্নাল
অক্টোবর ২৬ ২০১৯, ০৭:৪১
একুশে জার্নাল ডেস্ক: আল্লাহ ও মহানবীর (স.) উপর কটুক্তি এবং ভোলয় তাওহিদী জনতার উপর নির্বিচারে পুলিশের গুলিবর্ষণ ও ৫ জনকে শহীদ করার প্রতিবাদে খেলাফত মজলিসের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস, চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে ২৫ অক্টোবর’১৯, জুমাবার, বাদে অাসর, অান্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে পুলিশী বাঁধারমুখে ‘বিক্ষোভ সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
নগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এ সিদ্দীক এর সভাপতিত্ব ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়সাল কামাল মোস্তফার পরিচালিত বিক্ষোভ সমাবেশে
বক্তব্য রাখেন, খেলাফত মজলিস চট্টগ্রাম দ.জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা অাহমদুর রহমান, মহানগরী শাখার সহ.সাধারণ সম্পাদক মুফতি শিহাবুদ্দীন কামালী ও অধ্যাপক ই.উ শাহ্, নগর শাখার প্রচার সম্পাদক এম.ওবায়েদ নূর, সহ.প্রচার সম্পাদক-আবুবকর সিদ্দীক অাহাদ ও বাকলিয়া থানা শাখার সভাপতি হাফেজ মো.শহীদুল্লাহ প্রমূখ।
সমাবেশে বক্তাগণ বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও মহানবী সা. কে নিয়ে কটুক্তি করার দুঃসাহস কোথায় পেল? ওলী আউলিয়ার এদেশের কুখ্যাত বিপ্লব চন্দ্র শুভসহ বোরহানুদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা এদেশের নবিপ্রেমিক তৌহিদীজনতা রাজপথে নামতে বাধ্য হবে। এভাবে যাতে আমাদের আর কারো জীবন দিতে না হয় তার নিশ্চয়তাসহ ধর্ম ও ধর্মীয় অনুভূতির প্রতি সকলের সম্মান প্রদর্শনের রাষ্ট্রীয় আইনের দাবী জানান।