ভোলা ইস্যুতে গোলাপগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৫ ২০১৯, ১৯:০২

ভোলায় মহান আল্লাহ তা’য়ালা ও রাসূল (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে এবং কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিস।
শুক্রবার বাদ জুম্মা গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদ গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস ছামাদ এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা নির্বাহী সদস্য মাষ্টার নুরুল হক। বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমদ শাহনুর, বায়তুলমাল সম্পাদক মুহাঃ রিয়াজ উদ্দিন।