ভোলায় শাহাদতের ঘটনায় হাটহাজারীতেবিক্ষোভ সমাবেশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২০ ২০১৯, ২২:১৮

ভোলায় হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ’র আল্লাহ ও রাসুল (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সাধারণ মুসল্লিদের ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলা ও চারজন নবিপ্রেমিকের শাহাদাতের ঘটনায় হাটহাজারী ডাকবাংলোর সামনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ করেছে হাটহাজারী মাদরাসার ছাত্ররা।

রোববার বাদ আসর হাটহাজারী ছাত্র-জনতা ঐক্যপরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে মাদরাসার ছাত্র ছাড়াও ধর্মপ্রাণ তৌহিদি জনতাও অংশগ্রহণ করেছেন বলে জানা যায়।

বিক্ষোভ সমাবেশে ছাত্র-জনতা ঐক্যপরিষদের নেতারা বলেন, ভোলায় আজকে যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, এর দায় পুলিশ বাহিনী কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। পরিস্থিতি শান্ত করার অজুহাতে সাধারণ মানুষের ওপর এমন নিপীড়ন বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন তাঁরা।

বক্তারা বলেন, পুলিশের হাত আজ নবিপ্রেমিকদের তাজা খুনে রঞ্জিত হয়েছে। নবিপ্রেমে উতলা চার চারটি তাজা প্রাণ ঝরেছে তাদের হাতে। বাংলাদেশের পুলিশকে এই কলংক ও পাপ মোছন করতে হলে, প্রশাসনের যে সমস্ত কর্মকর্তার ইন্ধন ও আদেশে এবং যে সমস্ত পুলিশ সদস্যের গুলিতে চারজন নবিপ্রেমিকের প্রাণ বিসর্জিত হয়েছে, তাদেরকে খুঁজে বের করে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি অভিযুক্ত হিন্দু ছেলেটি আইডি হ্যাকের যে অজুহাত দেখিয়েছে, তা যথাযথ দ্রুত তদন্ত করে প্রমাণিত না হলে ধর্মঅবমাননা, নবিজির শানে বেয়াদবি ও সাম্প্রদায়িক উস্কানির দায়ে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

বক্তারা এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোলার ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে এবং চারজন শহিদের রক্তের বিচার দ্রুত বাস্তবায়িত না হলে এ দেশের তৌহিদি জনতা ২০১৩-এর মতো আবারও গর্জে উঠবে। পরিস্থিতি বেসামাল হবার আগে আগে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তাঁরা।