ভোলায় মেম্বারের ঘরে মাটি খুঁড়ে পাওয়া গেল সরকারী চাল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১২ ২০২০, ১৭:৪৩

ভোলার লালমোহনে বসত ঘরে মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ । রোববার সকালে বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচ থেকে এ চাল উদ্ধার করা হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি সদস্য জুয়েলের বাড়িতে সরকারি খাদ্য বিভাগের সিল মারা ৭ বস্তা চাল উদ্ধার করেন। একই সাথে সরকারী খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭টি খালি বস্তা ও ৭টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড পাওয়া যায় ওই ঘর থেকে ।

এ সময় ইউপি সদস্য জুয়েলকে না পেয়ে তার বাবা আবদুর রাজ্জাক নান্নু হাওলাদারকে আটক করা হয়।

এছাড়াও একই ওয়ার্ডের গ্রাম পুলিশ শাহে আলমের ঘর থেকে আরও ৬ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

এর আগে, গতকাল একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ওমর এর এলাকা থেকে বিভিন্ন বাড়ি থেকে আরাে ১৫ বস্তা চাল উদ্ধার করা হয় ।

ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান মােঃ ফরিদুল হক তালুকদার , তার ভাতিজা ওয়ার্ড মেম্বার ওমর সহ ৪জনকে আসামী করে মামলা হয় । ওমর মেম্বারকে পুলিশ গ্রেফতার করলে জেল হাজতে পাঠায় আদালত।