ভোলায় বড় ভাই কর্তৃক ছোট ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২০ ২০১৯, ১৩:৪২

মিজানুর রহমান, ভোলা প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে উত্তর কোড়ালিয়া ৪নং ওয়ার্ডের মোল্লা বাড়ীর সামনে সকাল সাড়ে ১০ টার সময় পল্লী বিদ্যুৎ এর খুটি হতে সংযোগ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলা করে ইসমাইল মোল্লা (৪৮) নামের এক কৃষক কে কুপিয়ে জখম করে বড় ভাই আ: মন্নান মোল্লা।

আহত ইসমাইল মোল্লা বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত ইসমাইল মোল্লা জানান, পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করলে আমার নামে মিটার পাশ করেন। আমার বাড়ীর সামনে পাকা রাস্তার উপরের খুঁটি থেকে আমাকে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য পল্লী বিদ্যুৎর এর কর্মকর্তারা একাধিক বার আসে। কিন্তু আমার আপন বড় ভাই আ: মন্নান ওই খুঁটি থেকে আমাকে বিদ্যুৎ সংযোগ নিতে দেয় নি। ওই খুঁটি হতে বিদ্যুৎ সংযোগ নিতে হলে তার খরচ বাবদ ২০ হাজার টাকা দাবী করেন। এ ঘটনাটি স্থানীয়রা বড় ভাই কে বুঝিয়ে ওই খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য বুধবার সকালে পল্লী বিদ্যুৎ এর লোকজন নিয়ে যায়।

ওই লোকজনের উপস্থিতিতে হঠাৎ আমার বড় ভাই আ: মন্নান তার ছেলে সবুজ (২৫), তার স্ত্রী শহিদা (৪৭), মেয়ে পারভীন (২৭), তার পুত্র বধূ খায়রুন (২৫) আমার চোখে মুখে মরিচের গুড়া মেরে দেশীয় লাটি সোটা নিয়ে হামলা করে। আমার মাথায় দা দিয়ে কোপ দিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা মরিচের গুড়া জন্য আমাকে প্রথমে উদ্ধার করতে পারেনি। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছে।

তিনি আরোও জানান, ওরা আমাকে মারধর ও রক্তাক্ত জখম করে বিকালে আহতের নাটক সাজিয়ে আমাকে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। আমার কোন ছেলে সন্তান নেই। ওনি আমার আপন বড় ভাই হয়ে আমাকে নির্মমভাবে মারধর করে উল্টো আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ নানা রকম হুমকি দুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে বিচারের দাবি জানাচ্ছি।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল মোল্লার মেয়ে টিটু বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।

এব্যাপারে আবদুল মান্নান গংদের সাথে আলাপ করার চেষ্টা করলে তাদের কাউকে পাওয়া যায় নি।

এ মামলার তদন্তকারী অফিসার এস.আই হেমায়েত জানান, মামলার তদন্ত চলছে এবং অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।