ভোলায় বেড়িবাঁধে “আনন্দ পাঠশালার”শিক্ষার্থীদের মাঝে সাবান, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৫ ২০২০, ০৬:৫১
এবি হান্নান: ভোলা প্রতিনিধি;
ভোলা সদর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী তুলাতুলি বেড়িবাঁধ এলাকায় ভোলার সামাজিক সংগঠন ”হেল্প এন্ড কেয়ার” এর “আনন্দ পাঠশালা” সাপ্তাহিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাবান, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরন করেন সামাজিক সংগঠন হেল্প এন্ড কেয়ার।
৩ এপ্রিল শুক্রবার বিকালে আনন্দ পাঠশালার সকল শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সাবান ও মাক্স বিতরণ করা হয় এবং আনন্দ পাঠশালার শিক্ষার্থীর মধ্য থেকে ৫০ জন অসহায় হতদরিদ্র শিক্ষার্থীর বাড়িতে খাবার পৌঁছিয়ে সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা ওমি আহমেদ এবং পাঠশালার সিয়াম আহমেদ, এম শরীফ আহমেদ,মোঃ সুমন ও ইমতিয়াজুর রহমান।
হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতা ওমি আহমেদ বলেন, গত কাল শুক্রবার রাতে বাড়ি বাড়ি গিয়ে বেড়িবাঁধে ছিন্নমূল মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়ে আসি।
সামর্থবানদের আহ্বান জানাই আসুন সবাই মিলে অসহায় মানুষের পাশে যার যার সামর্থ্য আছে তা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান।