ভোলায় বিবিএস ক্যাবলস’র সহযোগিতায় বিডিএফআই’র ত্রাণ বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৯ ২০২০, ২০:৪৬

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: কোভিড-১৯, মোকাবেলায় ভোলার বিবিএস ক্যাবলস’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সিআইপি’র পৃষ্ঠপোষকতায়, বিডিএফআই’র সেচ্ছাসেবকদের বাস্তবায়নে, ভোলার চরফ্যাশন উপজেলায় অসহায়, ঘরমুখী, কর্মহীন মানুষের মাঝে ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহম্পতিবার(৯মে) সকালে ভোলার চরফ্যাশন উপজেলায় অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এসব ত্রান বিতরন করা হয়।

বিবিএস ক্যাবলস ও বিডিএফআই’র ত্রান কমিটির সভাপতি ওহাব হাওলাদার জানান, বিবিএস ক্যাবলস’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সিআইপি’র একান্ত পৃষ্ঠপোষকতায় বিডিএফআই’র জেনারেল সেক্রেটারী আঃ মজিদের নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবেলায় ভোলা জেলায় ২৫৫ জন সেচ্ছাসেবক দিন রাত জীবনবাজি রেখে মানব সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চরফ্যাশন উপজেলা BDFI সেচ্ছাসেবকের বাস্তবায়নে চরফ্যাশনে অসহায়,কর্মহীন ও ঘরমুখী মানুষের জন্য ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন.উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন পৌরসভা মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আহম্মেদ উল্লাহ প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন, ভোলা ডেভলপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল BDFI এর চরফ্যাশন উপজেলা সমম্বয়ক মোবাশ্বের আলম, চরফ্যাশন সদর থানা সেচ্ছাসেবক সানজিদুল, রাকিব,সামিম সহ অনেকে।