ভোলায় বাঁধভেঙ্গে পানিবন্দি হাজারো মানুষ, অতিদ্রুত সংস্কারের দাবি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২০ ২০২০, ২১:১৬

এবি (আবদুল) হান্নানঃ ভোলা প্রতিনিধি: ভোলা জেলার সদর উপজেলায় প্রবল জোয়ারের চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গেছে। ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মুরাদসফিল্লাহ পয়েন্ট দিয়ে বৃহস্পতিবার দুপুরে ২০ মিটার এলাকার বাঁধ ভেঙ্গে যায়।

এতে পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তা, ফসলি জমি, মাছের ঘেরসহসহ বিভিন্ন স্থাপনা। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।

পানি উন্নয়ন বোর্ড, ভোলা ডিভিশন ১ এর নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজজামান জানান, ভোলা সদরসহ তিন উপজেলায় ১৪৯ কি.মি বাঁধের মধ্যে ৪ কি.মি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে পূর্ব ইলিশা পয়েন্টে ২০ মিটার ভেঙে গেছে। এখানে বিপৎসীমার ১০৯ সেমি পর্যন্ত পানি উঠেছে।

তিনি বলেন, ‘আমরা ভাটা শুরু হলেই মেরামত শুরু করব, যাতে পানি না ঢুকতে পারে।

এদিকে বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে

মেঘনা ও তেতুঁলিয়ার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় বাঁধের বাইরের ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এছাড়াও রাজাপুরের বিচ্ছিন্ন এলাকা রামদাসপুর, কন্দ্রকপুর, চর মোহাম্মদ আলী, ধনিয়ার কালাসুরা, বলরামসুরা, ভেদুরিয়ার চটকিমারার চর, ভেলুমিয়ার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড সহ বিভিন্নজন গ্রাম অতি জোয়ারে প্লাবিত হয়েছে

এদিকে এলাকাবাসীরা অতিদ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

পানিবন্ধি মানুষের সাহায্যের দাবি জানান এলাকাবাসী।