ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে নৌপথে বাড়ি ফিরছে হাজারো মানুষ
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৫ ২০২০, ১৮:৪৫
এবি হান্নান, ভোলা প্রতিনিধি:
করোনা সংক্রমণরোধে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে হাজার হাজার যাত্রী অবৈধ ট্রলার, স্টিল বডি, স্পিডবোটে পারাপার করে আসছে লক্ষিপুর মজু চৌধুরীহাট -ইলিশা ভোলা নৌরুটে।জীবনের ঝুঁকি নিয়ে এইসব ট্রলারে করে অতিরিক্ত যাত্রী পারাপার হচ্ছে।
এখানে তো কঠিন সিচুয়েশন, যে যেভাবে পারছে সেভাবেই ঘাট পার হচ্ছে। হাজার হাজার যাত্রী ২৪মার্চ থেকে নৌ চলাচল বন্ধ থাকায় অবৈধ ট্রলারে করে আসছে ভোলায়।
তাদের ভিতরে সবাই কি সুস্থ? এই নিয়ে সচেতন মানুষের মধ্যে প্রশ্ন সৃষ্টি হচ্ছে।তাদের কোন ধরনের সুস্থতার পরীক্ষা করার জন্য নেওয়া হয় না কোন পদক্ষেপ।
তবে ভোলার নৌ পুলিশের ওসি জানান,ঘাটের অবস্থা খুব খারাপ, মানুষ আর মানুষ। আমাদের এখান থেকে চলাচল বন্ধ যাত্রীরা সব মজুচৌধুরীর ঘাট থেকে আসছে।
এদিকে ভোলার ইলিশা ঘাটে পরিদর্শন করতে গিয়েছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার তবে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।