ভোলায় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের বোরহানউদ্দিন উপজেলা কমিটি অনুমোদন
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৭ ২০২০, ১৩:২৪
ভোলা জেলা প্রতিনিধি : মুক্তিযুদ্ধের চেতনায়, বিভিন্ন সামাজিক উন্নয়নে ভুমিকা রেখে এবং গণমাধ্যমের সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষে, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলার বোরহানউদ্দিন উপজেলা কমিটির অনুমোদন ও এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলা কমিটির আয়োজনে, আজ (১৬সেপ্টেম্বর ২০২০) ইং তারিখে রোজ বুধবার বিকেলে জেলার গাজীপুর রোডস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বোরহানউদ্দিন উপজেলা কমিটি চুরান্ত অনুমোদন দেয় ভোলা জেলা কমিটি।
জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়, বক্তব্য রাখেন ভোলা জেলার জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এম এন আলম, সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন আনন্দ টিবির এম রহমান রুবেল, বোরহানউদ্দিন উপজেলা নবনির্বাচিত কমিটির সভাপতি মো.হেলাল উদ্দিন নয়ন, সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা জেলা কমিটিকে গতিশীল করার লক্ষে, এবং সাংবাদিক ফোরামের ঐক্য বজায় রেখে সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ডে ভুমিকা রাখতে সকল সাংবাদিকদের প্রতি আহব্বান জানান। পরে ভোলা জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম এর সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত বোরহানউদ্দিন উপজেলার ২৩জন সদস্য বিশিষ্ট একটি চুরান্ত কমিটির অনুমোদন দেয় ভোলা জেলা কমিটি।
উক্ত কমিটিতে ১/ সভাপতি পদে দৈনিক কীর্তনখোলা পত্রিকার মো. হেলাল উদ্দিন নয়ন। ২/সিনিয়র সহসভাপতি,দৈনিক গনকন্ঠ পত্রিকার মো.গাজী তাহের লিটন। ৩/ সহসভাপতি ৭১ নিউজের মো.রিপন। ৪/সহসভাপতি সিএন এন বাংলা য়টিবির মোর্শেদ আলম। ৫/ সাধারণ সম্পাদক, মো.মিজানুর রহমান। ৬/যুগ্ন সাধারণ সম্পাদক সময়ের সংবাদ এর জোবায়ের সোহেল। ৭/রাকিব হোসেন দপ্তর সম্পাদক। ৮/সাংগঠনিক সম্পাদক ক্রাইম তালাশ ২৪.কম সিরাজুল ইসলাম। ৯/সহ সাংগঠনিক, মো.তানীম আহম্মেদ বর্তমান দিনকাল।
১০/মহিলা বিষয়ক সম্পাদিকা আমাদের বরিশাল পত্রিকার, মিলি শিকদার। ১১/আইন বিষয়ক সম্পাদক, মো.নুরনবী। ১২/মোর্শেদ আলম ভুইয়াকে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। ১৩/প্রচার সম্পাদক মো. তানবীর আলম। ১৪/সহ প্রচার সম্পাদক, আছিফুর রহমান জুয়েল।১৫/মো.রিয়াজ ফিরাজী অর্থ বিষয়ক সম্পাদক। ১৬/দৈনিক তৃতীয় মাত্রার, হাসনাইন হাওলাদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ১৭/মন্তাজুর রহমান জিহাদ, দৈনিক আজকের বার্তা সিম্পোজিয়াম মিটিং পরামর্শ সম্পাদক। ১৮/মাহামুদুল হাসান শুভ, দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক। ১৯/দৈনিক আজকের ভোলার মো.শাহিন আলম,ধর্ম বিষয়ক সম্পাদক। ২০/সাইদুল আরিফ, ইতিহাস ও হিস্টরিকাল সম্পাদক।২১/বাংলার কন্ঠের জহিরুল ইসলাম নির্বাহী সদস্য। ২২/মঞ্জুর ইসলাম সদস্য এবং ২৩/মোসাঃ ঝর্ণা আক্তার কেয়াকে সদস্য করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির চুরান্ত অনুমোদন দেয় ভোলা জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম।
এসময় অন্যন্যদের মধ্যে ভোলা জেলা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দের যুগ্ন সাধারণ সম্পাদক, মো. বেল্লাল নাফিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মো.রানা, সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন রাজু, ধর্ম সম্পাদক আশরাফুর রহমান ইমন। তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এস এম শামীম, আইন বিষয়ক সম্পাদক মো.মনসুর আলম উপস্থিত ছিলেন।