ভোলায় জাতীয় ভোটার দিবস পালিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০২ ২০২০, ১৩:৪৮

আব্দুল হান্নান, ভোলা প্রতিনিধি

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় ভোলায়ও দ্বিতীয়বারের মতো পালিত হলো জাতীয় ভোটার দিবস।

সোমবার (০২ মার্চ) ভোলায় এ স্লোগান নিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

ভোলা জেলা নিবার্চন অফিসের আয়োজনে একটি বণার্ঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, ভোলা জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন, ভোলা সদর অফিসার মিজানুর রহমান খান, নিবার্চন অফিসের কর্মকতারা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করা হয়।

সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।