ভোলায় ইলিশা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৪ ২০২০, ১৫:০৯

এবি হান্নানঃ ভোলা প্রতিনিধি;
আসন্ন রমযান উপলক্ষে ভোলা সদর উপজেলার ২ং ইলিশা ইউনিয়নে করোনা ভাইরাসে কর্মহীন ও দুঃস্থ অসহায় পরিবারের বাসায় বাসায় চালসহ ইফতার সমগ্রী পৌছিয়ে দিলেন ইলিশা সমাজকল্যাণ সেচ্ছাসেবী সংগঠন।
এই নিয়ে ৫ম ধাপে রমজান উপলক্ষে ১ম বার ১৫০জন অসহায় পরিবারে মাঝে ত্রান দেওয়া হয়।
আজ শুক্রবার সকালে ইলিশা সমাজকল্যাণ সেচ্ছাসেবী সংগঠন ১৫০জন পরিবারের বাসায় চাল,আলু,তৈল,লবন,পেয়াজ ছোলা,মুড়ি,চিড়া, প্যাকেট করে বাসায় বাসায় গিয়ে দিয়ে আসেন সংগঠনের সদস্যরা।
ভোলার সদরে ২ং ইলিশা ইউনিয়নে এই সংগঠনের এক ঝাক তরুন নিঃস্বার্থভাবে অসহায় মানুষের পাশে সেবা দিয়ে যাচ্ছেন।
বর্তমান করোনা উপরিস্থিতে এই সংগঠন মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায়সহ জনসচেতনতা, লকডাউনের থাকা মানুষের বাসায় খাবার দেওয়া সহ অসহায়, কর্মহীন মানুষের সেবা দিয়ে যাচ্ছেন।
ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়কারী ইয়ামিন হোসেন বলেন, করোনাভাইরাসে মানুষ যখন ঘরবন্ধী তখনই জীবনের ঝুঁকি নিয়ে ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম সুমনের সার্বিক দিক নির্দেশনায় একঝাক তরুণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
ইকবাল হোসেন রাজু, সোহাগ খলিফা, ইউসুফ সরদার, ওমর ফারুক, মিজানুর রহমান তারা সবাই বলেন, আমরা আল্লাহ কে খুশি করার জন্য নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছি এতে আমরা খুশি।
সংগঠনেরর দিপু রায়, মোঃ নোমান, রাকিব ইসাদ,সাইফুল, জিসান, লিজান, মাইনুদ্দিন,মোমিনুল ফাহাদ, সিফাত, কবির, আনোয়ার সাদ্দাম,সোহেল বাছেদ, হান্নান, রাছেল, বলেন, আমরা যখন মানুষের বাসায় খাদ্য সামগ্রী নিয়ে যায় তখন তারা যে হাসি দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে এতেই আমরা তৃপ্তি পায়।
তারা আরো বলেন ইশাআল্লাহ এভাবে আমাদের এই ইলিশা সমাজকল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মানুষে সব সময় সেবা করে যাব।