ভোলায় ইলিশা ঘাটে ফেরিতে পরিত্যক্ত অবস্থায় ১২১ পিস ইয়াবা জব্দ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৬ ২০২১, ২০:২২

আবদুল হান্নান: ভোলা ইলিশা-লক্ষ্মীপুর নৌরুটে ফেরি কুসুমকলি ফেরি থেকে পরিত্যক্ত অবস্থায় এক ব্যাগ থেকে ১২১পিচ ইয়াবা জব্দ করে কোস্টগার্ড।

শুক্রবার সকাল ৬টায় (৬ আগষ্ট ) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক লেঃ খন্দকার শাফকাত হোসেন, ( এক্স), বিএন এর নেতৃত্বে ভোলা জেলার ভোলা সদর উপজেলাধীন ইলিশা ফেরিঘাট এলাকায় লক্ষিপুর মজুচৌধুরীহাট হতে ছেড়ে আসা কুসুমকলি ফেরিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ হতে ১২১ পিস ইয়াবা জব্দ করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ভোলা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জন নিরাপত্তা পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।