ভোলায় ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৭ ২০১৯, ১৭:২৫
একুশে জার্নাল ভোলা জেলা প্রতিনিধিঃ
এবার ভোলায় দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল স্কুল আওয়্যার্ড বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ আগস্ট’১৯ ইং) সকাল ১০ টায় শহরের বিএফজি চাইনিজ রেষ্টুরেন্টে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকসহ মোট ১৭জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ফ্যাসিলিটেটর ও ভোলার টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অসীম আচার্য্য (শান্ত)।
প্রশিক্ষণে আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড অর্জনের কার্যাবলী, বিদেশী স্কুলের সাথে পার্টনারশীপসহ বিদ্যালয়কে আন্তর্জাতিক মান সম্পন্ন হিসেবে তৈরী করার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।