ভোলাহাটে বাল্যবিবাহের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বর ও বরের মামার ৬ মাসের জেল
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৬ ২০২১, ১৫:০৬
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী ভোলাহাট উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও। বিয়ে করতে আসার দায়ে বরের মামা চামামুশরিভুজা গ্রামের তোফজুল হকের ছেলে গোলাম আজম (৩৯) ও বর চামামুশরিভুজার মোজাম্মেল হকের ছেলে সারোয়ার ( ২১) কে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার দলদলী ইউনিয়নের পোল্লাডাংগা নতুন হাজীপাড়া গ্রামে রোববার ২৫ জুলাই রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চামামুশরিভুজা থেকে মামাকে সাথে নিয়ে পোল্লাডাংগা এলাকায় গোপনে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিয়ে দিতে পাঠান বাবা মোজাম্মেল হক। পাত্র সারোয়ারের বয়স ২১ হলেও মেয়ের বয়স মাত্র ১২/১৩ বছর।
রোববার রাতে মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে আসেন সারোয়ার । এ সময় গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সমর কুমার পালের তত্বাবধানে বিয়ে বন্ধের অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শেখ মেহেদী। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ইউএনও সমর কুমার পাল। অভিযানে বরের মামা ও বরকে কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও সমর কুমার পাল প্রতিবেদককে বলেন, ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে দোষী সাব্যস্ত করে দুজনকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে।