ঢাকা থেকে ভোলাসহ ৩৪ জেলায় নৌ চালাচল শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ৩১ ২০২০, ০৯:২২

এবি হান্নান, ভোলা প্রতিনিধি: প্রায় দুই মাস বন্ধ থাকার পর দেশের দক্ষিণাঞ্চলের ৩৪টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার নৌ-যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আজ ৩১ মে, রবিবার সকাল থেকে শুরু হবে লঞ্চ ও স্টিমার চলাচল।

ইতোমধ্যে দেশের প্রধান অভ্যন্তরীণ নৌ-বন্দর ঢাকার সদরঘাটে দীর্ঘদিন অলস পড়ে থাকা লঞ্চ ও বিআইডব্লিউটিএ’র স্টিমারগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

জানা গেছে, রবিবার সকাল ৮টায় ঢাকার লালকুঠি থেকে বরিশালের উদ্দেশে রওনা হবার কথা গ্রীন লাইন ওয়াটার সার্ভিসের। এরপর ঢাকা থেকে একে একে চাঁদপুর ও শরীয়তপুরগামী সকল লঞ্চ চলাচল শুরু হবে এবং ভোলা থেকে আগের সময়ে ছেড়ে যাবে এডভেঞ্চার, গ্রাীন লাইন ওয়াটার সার্ভিস।

এছাড়া বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী ও পিরোজপুরের উদ্দেশে ঢাকা ছাড়ছে লঞ্চ। আর সন্ধ্যা ৬টায় সরকারি স্টিমার ‘মধুমতি’ বরিশাল, মোড়লগঞ্জ ও খুলনার উদ্দেশে বাদামতলী ঘাট থেকে রওনা হবে।

লঞ্চ ও স্টিমার চলাচল শুরু হওয়ায় দক্ষিণ অঞ্চলের হাজার হাজার নৌ যাত্রীরা তুলনামূলক কম খরচে যাতায়াত করতে পারবে। প্রাথমিকভাবে প্রতিদিন ৪০ থেকে ৫০টি লঞ্চ চলাচল শুরু করবে। পরে যাত্রীসংখ্যা বৃদ্ধি পেলে লঞ্চের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে লঞ্চ মালিক সমিতির কর্মকর্তারা জানিয়েছেন।