ভোলার লালমোহনে মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে বাবাকে ৬ মাসের কারাদণ্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১১ ২০২০, ১৯:৫৫

এবি হান্নান, ভোলা প্রতিনিধি;

ভোলার লালমোহনে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ওই ছাত্রীর বাবা মো. খোকনকে (৪৬) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালাত।

বুধবার দুুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া এলাকা থেকে মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে তাকে আটক করে পুলিশ। পরে বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান রুমির কাছে হাজির করলে তিনি খোকনকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর বিশ্বাস বলেন, গত ৬দিন আগে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেন খোকন। অভিযোগ পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবীসহ খোকনের বাড়িতে গিয়ে বরকে না পেয়ে তাকেই আটক করা হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, মেয়েকে বাল্যবিয়ে দেয়ার কারণে খোকনকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। সকালে সাজাপ্রাপ্ত খোকনকে জেলহাজতে প্রেরণ করা হয়।