ভোলার লালমোহনে মসজিদে হামলার প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৪ ২০২০, ১৯:০৭

ভোলার লালমোহন উপজেলার মসজিদে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। সোমবার মাগরিবের নামাজ চালাকালীন সময় উপজেলার চরভূতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বায়তুন নাজাত জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
এতে মসজিদ কমিটির সভাপতি ছিদ্দিক মিয়াসহ ৭ জন আহত হয়।
মুসল্লিরা জানান, মসজিদের ইমাম মাওলানা নাজিমের পরিবারের সাথে ওই এলাকার জামাল গংদের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনার কারণে সোমবার মাগরিবের নামাজের সময় জামাল গংরা মসজিদে অর্তকিত হামলা চালায়।
ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবী জানিয়ে মঙ্গলবার মসজিদ প্রাঙ্গনে মানববন্ধন করছে মসজিদের মুসল্লিরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
লালমোহন থানার ওসি মীর খয়রুল কবির বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় কেউ থানায় এসে অভিযোগ করেনি।তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
এবি হান্নান/ একুশে জার্নাল