ভোলার মনপুরায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ২৭ ২০১৯, ২৩:১৯

ভোলা প্রতিনিধি: ভোলা জেলার মনপুরা উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৫ দূর্বৃত্ত কর্তৃক এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ মুহা. সাখাওয়াত হোসেন জানান, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা গৃহবধূ তার বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে শনিবার দুপুর সাড়ে ১২ টায় স্পীড বোটে গৃহবধূ তার শ্বশুর বাড়ি মনপুরায় আসার পথে বোটে থাকা যাত্রী মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), মোঃ রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) ও কিরন (২৬) জোর পূর্বক বোটটিকে পার্শবর্তী চরপিয়াল নিয়ে আড়াই বছরের শিশুর সামনে গৃহবধূকে গণধর্ষণ করে। পরে বোটের মালিক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০) আরেকটি স্পীড বোট নিয়ে চর পিয়াল গিয়ে গৃহবধূকে ধর্ষণ করে। নজরুল ধর্ষণের ভিডিও ধারন করে এবং বিষয়টি নিয়ে মুখ খুললে ভিডিওটি ফেইসবুকে দিয়ে দিবে বলে হুমকি দেওয়া হয়।

৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব অলি উল্লাহ কাজল জানান, চরে থাকা মহিষের বাথানিয়ারা ঘটনাটি তাকে জানালে তিনি মনপুরা থানার ওসিকে বলেন। পরে সন্ধ্যা সাড়ে ৮ টায় চরপিয়াল থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা পালিয়ে যায়।

মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ধর্ষিতা বাদী হয়ে মনপুরা থানায় ৫ জনকে অভিযুক্ত করে মামলার জন্য আবেদন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং ধর্ষকদেরকে দ্রুত গ্রেফতারে তারা অভিযানে নেমেছেন বলে জানান তিনি।