ভোলার চরাঞ্চলে সুবিধাবঞ্চিতদের জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১২ ২০২০, ১৮:৩৩

মোবাশ্বের, ভোলা সংবাদদাতা

উপকূলীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা’ এই শ্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চল ইউনিয়ন মুজিবনগরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের কার্যক্রমের উদ্বোধণ করা হয়েছে।

বুধবার(১১মার্চ) সকালে চরফ্যাশনের মুজিবনগর ইউনিয়ন পরিষদের হলরুুমে বেসরকারী সংস্থা পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ অদুদ মিয়া, উপস্থিত ছিলেন প্রকল্পের ইউনিয়ন স্বাস্থ্য সমন্বয়কারী জাকির হোসেন, রেজাউল করিম ভুইয়া,মাহমুদ সুজনসহ সকল ইউপি সদস্য বিভিন্ন পেশাজীবি মানুষ।

এসময় বক্তারা, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের অত্যাবশকীয় স্বাস্থ্যসেবার আওতায় এনে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবার উন্নয়নের একটি টেকসই মডেল নির্ধারন করাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করার আশ্বাস দেন।