ভোলার ঘটনায় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করল ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৬ ২০১৯, ১৭:৩৩

কুমিল্লা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর ও জেলা নেতৃবৃন্দ ভোলায় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সংবলিত একটি স্বারকলিপি শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক আবুল ফজল মীর, অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মাদ ফারাবী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর সভাপতি এম এম বিলাল হোসাইন, উত্তর জেলা সভাপতি মাওলানা মু. তৈয়্যব, সহ-সভাপতি অধ্যক্ষ মাসউদ আহমাদ ইকরা, সেক্রেটারী মাও.নুর হোসাইন, নগর সেক্রেটারী মাও.এনামুল হক মজুমদার, শ্রমিক নেতা আবু হানিফ পাঠান, যুবনেতা নাজির ফাহিম, ছাত্রনেতা আজিজুল ইসলাম ও খালিদ সাইফুল্লাহ প্রমূখ।
নেতৃবৃন্দ স্বারকলিপিতে নিম্নোক্ত দাবীসমূহ পেশ করেন- (১) সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে রাসূল সাঃ কে (বিপ্লব বৈদ্য সহ) কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশ করা। (২) নির্মম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা করা। (৩) শহীদ পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা এবং আহতদের সরকারীভাবে চিকিৎসার ব্যবস্থা করা। (৪)গ্রেফতারকৃতদের দ্রুত নিঃশর্ত মুক্তি ও অজ্ঞাতনামাদের মামলা প্রত্যাহার করা। (৬) সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসকন ও হিজবুত তাওহীদসহ উগ্রপন্থীদের নিষিদ্ধ করা।
স্থানীয় সংসদ সদস্য নিজেই স্বারকলিপি পাঠ করেন এবং উপস্থিত সাংবাদিকসহ সকলেই শোনেন এবং একাত্বতা পোষণ করেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নেতৃবৃন্দ তাদের সংগঠনের লক্ষ্য,উদ্দেশ্যসহ রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।