ভোলার ঘটনার প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
একুশে জার্নাল
অক্টোবর ২৬ ২০১৯, ০০:৫৯
ভোলার বোরহানউদ্দিনে ইসলাম প্রিয় তাওহিদী জনতার উপরে চালানো বর্রব হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সকল শহীদ পরিবার,আহতদের ক্ষতিপূরণ প্রদান এবং হামলাকারী পুুুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত কাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখা।শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় ইষ্ট লন্ডনের একটি হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,সেক্রেটারি মুফতী ছালেহ আহমদ,সহ সেক্রেটারি শায়খ মাওলানা নাজিম উদ্দিন,লাইম হাউস মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিব্বির আহমদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন মহানগর শাখার সহসভাপতি হাফিজ শহীর উদ্দিন,সহ সভাপতি মাওলানা মুহি উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ হামিদী,কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ্ব সৈয়দ রফিকুল ইসলাম,আলহাজ্ব তাজুল ইসলাম,টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি আলহাজ্ব বুলু মিয়া,প্রচার সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান,প্রমুখ।সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন,আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ সা. আমাদের জীবনের চেয়েও অধিক প্রিয়।আল্লাহ ও প্রিয় নবীর অপমান কোন মুসলমান বরদাস্ত করতে পারে না।আল্লাহ ও মহানবী সা. কটূক্তি কারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলার বোরহান উদ্দিনে শান্তি প্রিয় তাওহিদী জনতার উপরে যে নির্মম হামলা ও হত্যাকান্ড পুলিশ চালিয়েছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না।নেতৃবৃন্দ আরো বলেছেন
,কাহার ইশারায় নবী প্রেমিক তাওহিদী জনতার বুকে পুলিশ গুলি চালিয়েছে? বর্বরোচিত এহেন জঘন্য অপরাধের সাথে জড়িত সকল পুলিশ সদস্য অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।পরিশেষে ভোলার বোরহানউদ্দিনে পুলিশের নির্বিচার গুলিবর্ষণে শাহাদৎবরণকারীদের দরজাহ বুলন্দি ও আহতেদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন লন্ডন মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ হামিদী ।