বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হকের আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
একই দিন সকালে আসামিদের আদালতে হাজির করা হলে পুলিশের পাঁচ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠায়।
রিমান্ড প্রাপ্তরা হলো- ধর্ম অবমাননার দায়ে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বিপ্লব চন্দ্র শুভ, হ্যাকার শরীফ ও ইমন এবং পুলিশের ওপর হামলার অভিযোগে করা অন্য একটি মামলায় ভিডিও ফুটেজ দেখে আটক আরিফ (২৪) ও সজীব (২৩)।