ভোলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ৬ পরিবারে কাঁচাবাজার দিলেন “ইলিশা সমাজকল্যাণ সেচ্ছাসেবী সংগঠন”
একুশে জার্নাল
এপ্রিল ২০ ২০২০, ২১:১৯
এবি হান্নান, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের করোনা সন্দেহে হোম কোয়ারেন্টিনে থাকা ৬টি পরিবারের সদস্যদের জন্য কাঁচাবাজার দিয়ে আসলো ইলিশা সমাজকল্যাণ সেচ্ছাসেবী সংগঠন।
হোম কয়ারেন্টাইনে থাকা পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পাশাপাশি কাঁচাবাজারও পৌছে দিচ্ছেন ইলিশা সমাজকল্যাণ সেচ্ছাসেবী সংগঠন।
কাঁচাবাজার এর তালিকায় শাক, কড়লা, রেখা, টমেটো, লেবু, কাচা মরিচ, বোম্বাই মরিচ, পানসহ যাবতীয় কাঁচাবাজার নিয়ে বাসায় পৌঁছে দিয়েছেন ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
সোমবার সকালে সংগঠনের একঝাক তরুণ সেচ্ছাসেবীরা ইলিশা জংশন বাজার থেকে বাজার করে পা হেটে ৬ বাড়ীতে গিয়ে এই কাঁচাবাজার পৌঁছে দিয়েছেন।
এসময় হোম কোয়ারেন্টিনে থাকা সকলকে হোম কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধ করেন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পাশাপাশি রাস্তা, বাজারসহ বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনামুলক মাইকিং করা হয়।
ইলিশা সমাজকল্যাণ এর পক্ষ থেকে আরো বলা হয়েছে, হোম কোয়ারেন্টাইনে থাকা সকল পরিবারে মোবাইল রির্চাজ থেকে শুরু করে যা কিছু প্রয়োজন তা তাদের জানালে তারা বাসায় গিয়ে পৌছিয়ে দিবে। তবুও তারা যেন ১৪ দিন ঘরের বাহিরে বের না হয়।