ভোটের ফলাফল আগে থেকে নির্ধারিত -শহিদুল আলম

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৫ ২০১৮, ১৩:১৩

ভোটের ফলাফল আগে থেকে নির্ধারিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষ তাই এ নির্বাচনকে অর্থহীন মনে করে। শুক্রবার বার্তাসংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এ মন্তব্য করেন তিনি।

শহিদুল আলম বলেন, তিনি বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আশা করেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটি সম্ভব নয়। তার অভিযোগ, স্বাধীনভাবে ভোট দেয়ার ক্ষেত্রে সবার মধ্যে ভীতি কাজ করছে।

এর আগে আল জাজিরা টেলিভিশনে দেশের রাজনীতি নিয়ে মন্তব্য করায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হন শহীদুল আলম। গত ১৫ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

সূত্র : ডিবিসি নিউজ